পিযুষ কান্তি দের মুক্তির দাবীতে কাশমির গ্রুপের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

পিযুষ কান্তি দের মুক্তির দাবীতে কাশমির গ্রুপের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দের মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মদিনা মার্কেট কাশমির গ্র“পের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর মদিনা মার্কেট, পাঠানটুলা, আনসার ক্যাম্প সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।  পরে এক সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলা দিয়ে পিযুষ কান্তি দে কে আটক করা হয়েছে। সভায় নেতৃবৃন্দ মিথ্যা মামলায় আটক পিযুষ কান্তি দের নিঃশর্ত মুক্তির দাবী করেন। অন্যথায় দূর্বার গণআন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনা হবে।
৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ দাসের সভাপতিত্বে ও শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাদির খান, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রুকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজু আহমদ, হিমেল দাস রিকি, মহানগর যুবলীগ নেতা খোকন আহমদ খোকা, মঞ্জু হাওলাদার, মকসুদ তালুকদার, আমিনুল ইসলাম, তানভির আহমদ, পিংকু চৌধুরী, জুনেদ আহমদ তালুকদার, হেলাল আহমদ, নুর আহমদ, রিংকু চৌধুরী, মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ তালুকদার, বিপ্লব দাস, তারেক, মাছুম আহমদ, রুবেল আহমদ, সালমান আহমদ, সোহেল আহমদ, জুয়েল আহমদ, নাঈম আহমদ, সুজন আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর