প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মৎস্যজীবী লীগ জেলা নির্বাহী কমিটির জন্মদিন উদযাপন

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে মৎস্যজীবী লীগ জেলা নির্বাহী কমিটির জন্মদিন উদযাপন

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ নির্বাহী কমিটির উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান হয়। কেক কাটা অনুষ্ঠানে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ নির্বাহী কমিটির সভাপতি এম. এন. নবীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য, সিলেট জেলা সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাসের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও নারী নেত্রী সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য বেগম শামছুন্নাহার মিনু, আওয়ামীলীগ নেত্রী নাদিরা সুলতানা চৌধুরী, ফরিদা সুলতানা চৌধুরী, সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী আমনু, সিলেট সদর উপজেলা সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লায়েক, মিন্টু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন, জিতেন্দ্র সরকার, আব্দুল কুদ্দুছ, আজির উদ্দিন মাহি, কালা মিয়া, ওমর মাহি, নাহিদ হাসান, তোফায়েল হাসান, তারেক আহমদ, আল আফরান, তাসবির হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক নজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মর্তুজ আলী নয়ন, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুমন মিয়া, নসির উদ্দিন, জামাল আহমদ, জুয়েল মিয়া, আবুল মিয়া, ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সহ সভাপতি মো. বিলাল উদ্দিন, রাসেল আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর