বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

বিজয়ের কন্ঠ ডেস্ক :: বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় নজমুল ইসলাম নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারী নজমুল ইসলাম (৫০) উপজেলার শেওলা ইউনিয়নের ঢেউনগর এলাকার বাসিন্দা। নজমুল ইসলাম একজন দিনমজুর।

বুধবার (২ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ঢেউনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজারগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো, ট ২২-০৩৫৪) বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ এড়ানোর চেষ্টাকালে নিয়ন্ত্রণে হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা দেয়। এসময় সড়কের ওই পাশে থাকা নজমুল ইসলামকেও ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহকরি পালিয়ে গেলেও স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাকটি জব্দ করে রেখেছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর