ক্রীড়া ডেস্ক : ভারতের মাটিতে তো নয়ই। এর আগে টি-টোয়েন্টিতে আটবারের দেখায় কোনো জায়গাতেই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচলো, স্বাগতিকদের তাদেরই মাঠে হারিয়ে দিলো টাইগাররা। সেটাও আবার হেসেখেলে, ৭ উইকেটের বড় ব্যবধানে।
ভারতের ঘরের মাঠে খেলা। র্যাংকিংয়ের বিস্তর তফাত দুই দলের। ভারত যেখানে পাঁচ নাম্বারে, বাংলাদেশের অবস্থান নবম। তার চেয়ে বড় কথা, গতকালের আগ পর্যন্ত কখনই ভারতকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। এবার পারলো।
ভারত কি তবে হালকাভাবে নিয়ে ফেলেছিল বাংলাদেশকে? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকের এমন প্রশ্নে কড়া জবাব দিলেন ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। মনে করিয়ে দিলেন, ওই বাংলাদেশ আর এই বাংলাদেশ এক দল নয়।
রোহিত বলেন, ‘ওই আট ম্যাচ নিয়ে বলছেন, তাই তো? আপনারা বলছেন সে সময়ের কথা যখন আমরা টি-টোয়েন্টি খেলা শুরু করি। আমি জানি না, তাদের বিপক্ষে কখন প্রথম খেলেছিলাম; তবে ওই দল আর এখনকার দল পুরোপুরি আলাদা। অনেক নতুন ছেলে এসেছে, তাদের হালকাভাবে নেয়ার প্রশ্নই আসে না।’
.
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যে উইকেটে খেলা হয়েছে, সেখানে ভারতের ১৪৮ রান কি যথেষ্ট ছিল? নাকি ব্যাটসম্যানরাই খেলা হারিয়ে দিয়েছেন? রোহিত অবশ্য মনে করছেন, এই উইকেটে এমন পুঁজি যথেষ্টই ছিল।
ভারতীয় দলপতির ভাষায়, ‘আমরা প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলি। তারপর কাজটা সহজ ছিল না। পিচ কিছুটা নরম ছিল, শট খেলা সহজ ছিল না। আমরা চেয়েছিলাম ১৪০-১৫০ রান, এমন বার্তাই ছিল। আমরা আগেও দেখেছি এখানে ১৪০-১৫০ রান উইনিং স্কোর। এমনকি আজও আমরা দেখেছি, ১৪৮ ভালো স্কোর ছিল। আমরা এই রানই ডিফেন্ড করতে পারতাম যদি ফিল্ডিংয়ে ভালো করতাম। আমরা কয়েকটি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারিনি, যেটা ভুগিয়েছে। তাদের ব্যাটসম্যান পঞ্চাশের মতো রান করেছে, আমাদের এমন সিদ্ধান্তে সম্ভবত ঘাটতি ছিল।’