ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯
ক্রীড়া ডেস্ক : যেখানে শেষ, সেখান থেকেই শুরু- চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে এ কথাটি খাটেনি ইংলিশ ক্লাব লিভারপুলের বেলায়। কেননা গত আসরে তারা চ্যাম্পিয়ন হলেও, এবারের আসরে প্রথম ম্যাচেই নাপোলির কাছে হেরে গিয়েছিল ০-২ গোলে। তবে সেই ম্যাচের পর আবার ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে উঠে গিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সবশেষ ম্যাচে হেঙ্ককে তারা হারিয়েছে ২-১ গোলে। মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত খেলেছে লিভারপুল। ম্যাচের প্রায় পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করেছে অলরেডরা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রেখেছিল হেঙ্কের রক্ষণভাগ। তবে গোল হয়নি খুব বেশি।
.
ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোলটি করেন জর্জিনিয়ো উইজনালডুম। হেঙ্কের ডিফেন্ডাররা ঠিকভাবে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় থাকা উইজনালডুম সুযোগের সদ্ব্যবহার করেন, এগিয়ে যায় লিভারপুল। তবে বিরতির আগেই সমতায় ফেরে হেঙ্ক। অ্যানফিল্ডের স্বাগতিক দর্শকদের হতবাক করে দলকে সমতায় ফেরান হেঙ্কের তানজানিয়ান ফরোয়ার্ড বাওয়ানা সামাত্তা। কর্ণার থেকে উড়ে আসা বলে দারুণ হেড করেন তিনি।
.
গোল খেয়ে অবশ্য হতাশ হয়ে পড়েনি লিভারপুল। উল্টো দ্বিতীয়ার্ধে ফিরে ৫৩ মিনিটের মাথায় করে জয়সূচক গোলটি। ডি-বক্সের মধ্যে মোহামেদ সালাহর পাস পেয়ে বাঁ পায়ের নিচু শটে জালের ঠিকানা খুঁজে নেন অক্সলেইড-চেম্বারলেইন।
এ গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের। একইসঙ্গে পায় শীর্ষস্থানও। চার ম্যাচে ৩ জয়ে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে ২টি করে জয় ও ড্র’তে ৮ পয়েন্ট পাওয়া নাপোলি রয়েছে দুই নম্বরে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech