রেকর্ডের দিনে ইতালির সঙ্গী ফিনল্যান্ড

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

রেকর্ডের দিনে ইতালির সঙ্গী ফিনল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ইউরো বাছাইপর্বে ‘জে’ গ্রুপের তালিকার শীর্ষদল ইতালি জয়ের ধারা ধরে রেখেছে। বসনিয়া-হার্জেগোভিনার মাঠে ৩-০ গোলে জিতেছে রবের্তো মানচিনির দল। এই ম্যাচ দিয়ে টানা দশ জয় নিশ্চিত করলো ইতালি। ইতালির ১০৯ বছরের ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো তারা টানা ১০ জয় পেলো। তবে গ্রুপটির সবচেয়ে বড় চমক ইউরোর মূলপর্বে ফিনল্যান্ডের সুযোগ পাওয়া। শেষ ম্যাচে লিচেন্সিতেনকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ইউরোর মূলপর্বে জায়গা করে নিলো ফিনল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো টুর্নামেন্টে ফিনল্যান্ড এবারই প্রথম সুযোগ পেয়েছে।
বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচে ২১তম মিনিটে ডিফেন্ডার ফ্রান্সেসকোর গোলে ১-০ ব্যবধানে লিড নেয় ইতালি।এরপর ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেন্সো ইনসিনিয়ে। ৫২তম মিনিটে ইতালির পক্ষে দলের তৃতীয় গোলটি করেন ফরোয়ার্ড আন্দ্রেয়া বেলোত্তি।
.
৯ ম্যাচের সবকটিতে জেতা ইতালির পয়েন্ট দাঁড়ালো ২৭।

.
ফিনল্যান্ড-লিচেন্সিতেন ম্যাচে টুমিনেন ২১তম মিনিটে গোল করে এগিয়ে দেয় ফিনল্যান্ডকে। দ্বিতীয়ার্ধে ফিনল্যান্ডের হয়ে জোড়া গোল করেন টিমো পুক্কি। ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন এই ফরোয়ার্ড। এরপরে ৭৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করেন তিনি।এই জয়ে ফিনল্যান্ড ৯ ম্যাচের ৬টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে ইতালির পরের স্থানে আছে।
.
ম্যাচসেরা পুক্কি ম্যাচশেষে বলেন, ‘প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টে সুযোগ করে নিয়েছি আমরা। আমার কাছে অবিশ্বাস্য লাগছে। আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। সত্যি আমরা দেশের জন্য এটি অর্জন করে নিতে পেরেছি। আমরা এই খুশি পার্টি দিয়ে উদযাপন করবো।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর