বেলজিয়ামের জয়ে হ্যাজার্ড ভাইদের গোল

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

বেলজিয়ামের জয়ে হ্যাজার্ড ভাইদের গোল

ক্রীড়া ডেস্ক ; রাশিয়ার বিপক্ষে গোল করার পর বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড। ম্যাচটিতে গোলের দেখা পান তার ভাই থোরগান হ্যাজার্ড।

.
জোড়া গোল করেছেন এডেন হ্যাজার্ড; গোলের দেখা পেয়েছেন তার ভাই থোরগান হ্যাজার্ডও। তাতে ইউরো বাছাইয়ে রাশিয়াকে উড়িয়ে দিয়ে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে বেলজিয়াম।
.
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শনিবার রাতে ‘আই’ গ্রুপের ম্যাচটিতে ৪-১ গোলের জয় পায় বেলজিয়াম। ১৯তম মিনিটে দলকে এগিয়ে নেন অ্যাটাকিং মিডফিল্ডার থোরগান হ্যাজার্ড। এরপর তার ভাই উইঙ্গার এডেন হ্যাজার্ড জোড়া গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে অতিথি দল।
.
বিরতির পর রাশিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন রোমেলু লুকাকু। ৭৯তম মিনিটে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলটি করেন সেন্টার-ব্যাক জিওর্গি জিকিয়া।
.
এক ম্যাচ হাতে রেখেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে আগেই ইউরোর মূল পর্ব নিশ্চিত করা বেলজিয়াম। নয় ম্যাচে দলটির পয়েন্ট ২৭। দ্বিতীয়স্থানে থেকে ইউরো নিশ্চিত করা রাশিয়ার পয়েন্ট ২১।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর