কন্যা সন্তানের বাবা হলেন তামিম

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

কন্যা সন্তানের বাবা হলেন তামিম

ক্রীড়া ডেস্ক : এবার কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। দারুণ এই সুখবরটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি কার্ডে মেয়ের নাম লিখে নিশ্চিত করেন তামিম।
.
পোস্ট করা কার্ডটি হলো হাসপাতাল বুমরুনগার্ড ইন্টারন্যাশনালের। যেখানে ‘আই এম এ গার্ল’ লেখা সম্বলিত কার্ডটিতে হাতে লেখা তামিমের মেয়ের নাম-মিস আলিশবা ইকবাল খান।
.
এর আগে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি ছেলে সন্তানের বাবা-মা হয়েছিলেন তামিম দম্পতি। তার নাম রাখা হয় আরহাম ইকবাল খান। আরহামের বয়স এখন তিন বছর। খেলার সাথী হিসেবে এবার পেল ছোটবোনকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর