ইন্দোর থেকে কলকাতার পথে টাইগাররা

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

ইন্দোর থেকে কলকাতার পথে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক ইডেন টেস্ট খেলতে ইন্দোর থেকে কলকাতার পথে রওনা দিয়েছে টিম বাংলাদেশ। আজ সকালে ইন্দোর থেকে কলকাতার পথে পাড়ি জমায় মুমিনুলের নেতৃত্বাধীন টেস্ট দল।
.
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইন্দোরে ভারতের কাছে তিন দিনেই হেরে যায় মুমিনুলরা। এরপর সেখানেই চলে অনুশীলন। গোলাপী বলে অনুশীলন শেষ করে দ্বিতীয় টেস্ট ভেন্যু কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মুশফিকরা।
.
ইডেনে ২২ নভেম্বর প্রথমবারের মতো গোলাপী বলে দিবা/রাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচকে সামনে রেখে রোমাঞ্চিত দুদলই। নিজেদের সেরাটা দিয়ে সিরিজে সমতা আনতে চায় বাংলাদেশ। অন্যদিকে ঐতিহাসিক টেস্ট জয় করে ইতিহাস গড়তে চায় ভারত।
.
উল্লেখ্য, ইডেন টেস্টকে স্মরনীয় করে রাখতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিসিআই নয়া সভাপতি সৌরভ গাঙুলী। তার অভিষেক অধিনায়কত্বের টেস্ট যে ম্যাচ টেস্টে অভিষেক হয়েছিল বাংলাদেশের সেই ম্যাচের ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেই সাথে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই জন ইডেন টেস্টের ঘন্টা বাজাবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর