ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯
ক্রীড়া ডেস্ক : অবসর নিয়ে সিদ্ধান্ত বদলে ফেললেন শ্রীলংকার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। বয়স ৩৭ ছুঁই ছুঁই। যে কারণে ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নেয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে সদ্য এর পরও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইয়র্কার মাস্টার।
.
লংকান ইয়র্কার স্পেশালিস্ট নতুন করে জানিয়েছেন, দেশের হয়ে ক্রিকেট খেলাটা তার কাছে গর্বের। যে কারণে আরও কিছু দিন বোলিং করে যেতে চান তিনি।
.
মালিঙ্গা জানিয়েছেন, শরীর সঙ্গ দিলে আরও দুই বছর দেশের জার্সিতে খেলতে পারেন। সে ক্ষেত্রে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই অবসর নেয়ার সিদ্ধান্ত বদলের পথে হাঁটবেন।
.
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, টি-টোয়েন্টিতে মাত্র ৪ ওভার বল করতে হয়। বোলার হিসেবে আমি এখনও যথেষ্ট ফিট। এ মুহূর্তে দেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব রয়েছে। দলের হয়ে আরও দুটি বছর ক্রিকেট খেলে যেতে চাই।
.
চলতি বছরের জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। এর পর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম বোলার হিসেবে ১০০ আন্তর্জাতিক উইকেট শিকার করেন তিনি। এর আগে ২০১০ সালে ভারতের বিপক্ষে খেলে টেস্ট থেকে বিদায় নেন ভিন্নধর্মী অ্যাকশনের এ ডানহাতি পেসার।
.
আন্তর্জাতিক ক্রিকেটে মালিঙ্গা একমাত্র বোলার, যার ঝুলিতে ১০০ টি-টোয়েন্টি উইকেট রয়েছে। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে ২০১৪ সালে শ্রীলংকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech