মেসিকে টপকে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মার্টিনেজ

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

মেসিকে টপকে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসিকে টপকে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় ২০১৯ এর পুরস্কার জিতেছেন ইন্টার মিলানের তরুণ ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। এই পুরস্কারটি জিততে মেসি-আগুয়েরোদের মতো তারকাদের পেছনে ফেলেন তিনি।

আর্জেন্টিনার ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোলাজো আর্জেন্টিনার বিচারে পারফরম্যান্সের দিক দিয়ে চলতি বছরে দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মার্টিনেজ।

নিঃসন্দেহে এই বছর মার্টিনেজের জন্য সেরা বছর। কারণ দেশের হয়ে ১৩ ম্যাচ থেকে ৮ গোল করেছেন তিনি। এমনকি শুধু গোল করায় নয় দলের খেলার সাথে সম্পৃক্ততায়ও অন্যান্য ফুটবলার থেকে যোজন ব্যবধানে এগিয়ে আছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর