ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
ক্রীড়া ডেস্ক : ৩০২ রান কম নয়। অনেক। বিকেএসপি হলে বলা যেত আহামরি টার্গেট নয়। সাভারের বিকেএসপির পিচে এই রান তাড়া করে জেতার রেকর্ড ভুড়ি ভুড়ি। কিন্তু মিরপুরের শেরে বাংলায় ৩০০ + টার্গেট সব সময়ই কঠিন।
.
এই কঠিন চ্যালেঞ্জের মুখে শুরু ভালই হয়েছিল বাংলাদেশের। নাইম শেখ এক প্রান্তে, অন্য প্রান্তে সৌম্য সরকার। প্রাণ ফ্রুটো ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শুরু ছিল আশা জাগানিয়া।
.
বিধ্বংসী চেহারায় হাজির হয়েছিলেন সৌম্য। কিন্তু পাকিস্তানের দ্রুতগতির বোলার সামিন গুলকে পর পর দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে আউট হয়ে যান এই বাঁহাতি।
.
প্রথমে ওয়াইড লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা। ঠিক পরের বলেই এক্সট্রা কভারের মাথার ওপর দিয়ে এক ড্রপে চার। শেরে বাংলার গ্যালারিতে উত্তেজনা। সমর্থকরা নড়ে চড়ে বসলেন। আজ সৌম্য কিছু একটা করবেন।
.
এই ভাবতেই আউট সৌম্য। পরপর তৃতীয় বলে আবারো হাঁকাতে গেলেন অফ সাইডে। বল ব্যাটের কানা ছুঁয়ে চলে গেল প্রথম স্লিপে দাঁড়ানো হায়দারের হাতে। তিনি ধরতে এতটুকু ভুল করলেন না। আর তাতেই ২.৩ ওভারে ২৩ রানে ভাঙলো বাংলাদেশের উদ্বোধনী জুটিটি। ৬ বলে ১৫ করে আউট সৌম্য।
.
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪.৫ ওভার শেষে বাংলাদেশ ইমার্জিং দলের রান ১ উইকেটে ৩৫। নাজমুল হোসেন শান্ত আর নাইম শেখ দুজনই সমান ১০ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech