১০ বছরে মানুষের আয় বেড়েছে তিন গুণ : অর্থমন্ত্রী

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

১০ বছরে মানুষের আয় বেড়েছে তিন গুণ : অর্থমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন
বর্তমান সরকারের মতা গ্রহণের ১০ বছরে মানুষের আয় প্রায় তিন গুণ বেড়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এই দশ বছরে দেশের যথেষ্ট অর্জন হয়েছে। আর এই উন্নয়ন অব্যাহত রাখতে একাদশ জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

সোমবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সর্বোচ্চ ও দীর্ঘ সময় করদাতাদের পুরস্কার’ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান এবং এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার এই স্বপ্ন বাস্তবায়নে ভোটাররা আবারও ভালো সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘এর আগের বার ২০০৯ সালে আমরা নির্বাচনকে সামনে রেখে দেশকে মধ্যম আয়ের দেশ করার যে টার্গেট নিয়েছিলাম, তা ২০১৫ সালেই পূরণ হয়েছে। এবার আমাদের ল্য হলো ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর