আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাাৎকার বুধবার

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাাৎকার বুধবার

ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাাৎকার নেওয়া হবে আগামী ১৪ নভেম্বর বুধবার।

এদিন সকাল এগারোটায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাাৎকার অনুষ্ঠিত হবে।
সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাাতকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ দলীয় ফরম সংগ্রহকারীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর