ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
স্পোর্টস ডেস্ক : এখন অস্ট্রেলিয়া সফরে রয়েছে পাকিস্তান। অজিভূমে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত তারা। সেখানে এক ভারতীয় ট্যাক্সি ড্রাইভারের আচরণে আপ্লুত শাহীন শাহ আফ্রিদিরা।
গ্যাবা টেস্ট চলাকালে ব্রিসবেনে নিজেদের টিম হোটেল থেকে খাওয়ার উদ্দেশ্যে বের হন নাসিম শাহ, ইয়াসির শাহ ও শাহীন শাহ আফ্রিদি। মূলত ভারতীয় রেস্তোরাঁয় খাবার খেতে বের হন এ ত্রয়ী। নিজেদের হোটেলের সামনে থেকে এক ট্যাক্সি ভাড়া নেন তারা। এর চালক ছিলেন ভারতীয়। সুনিরাপত্তায় তিন ক্রিকেটারকে যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছে দেন তিনি।
এরই মধ্যে ওই ট্যাক্সিচালক ক্রিকেটারদের পরিচয় পেয়ে যান। ফলে পরিষেবার জন্য তাদের কাছ থেকে অর্থ নিতে অসম্মতি জানান তিনি। জোরাজুরি করেও তাকে কোনো টাকা ধরাতে পারেননি আফ্রিদিরা। এর পর অন্য উপায় খুঁজে বের করেন তারা। সৌজন্য রক্ষায় ওই ভারতীয় ট্যাক্সি ড্রাইভারকে ডিনারের অফার দেন ক্রিকেটাররা। সেটি আর ফেলতে পারেননি তিনি। একসঙ্গে ভূরিভোজ করেন সবাই।
পরে ওই ড্রাইভারের সঙ্গে এক অজি সাংবাদিকের দেখা হয়। তিন ক্রিকেটারের সঙ্গে তোলা ছবি দেখিয়ে তাকে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি। শেষ পর্যন্ত টেস্ট চলাকালে ধারাভাষ্যের সময় এ ঘটনা প্রকাশ্য আনেন সেই সাংবাদিক। সোশ্যাল মিডিয়ার যুগে এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ভিনদেশে পাক ক্রিকেটারদের প্রতি ভারতীয় ট্যাক্সি ড্রাইভারের আচরণ এবং পরিপ্রেক্ষিতে ড্রাইভারকে ক্রিকেটারদের ডিনার উপহার দেয়ার ঘটনা প্রশংসা কুড়াচ্ছে। এ নিয়ে পঞ্চমুখ সোশ্যাল অ্যাক্টিভিস্টরা।
তবে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে হেরে গেছে পাকিস্তান। পাক দলের বিপক্ষে ইনিংস ও ৫ রানে ম্যাচ জেতেন অজিরা। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে পিছিয়ে তারা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৯ নভেম্বর, অ্যাডিলেড ওভালে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech