ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
ক্রীড়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই ক্রিস গেইলের অন্যরকম আবেদন। তাকে লুফে নিতে চায় যেকোনো দল। অনুষ্ঠেয় বঙ্গবন্ধু বিপিএলেও বিদেশিদের মধ্যে সবার আগে উঠেছিল তার নাম। শুরুতেই ‘এ’ প্লাস ক্যাটাটগিতে গেইলকে ডেকে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অথচ ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার জানালেন, কিভাবে বিপিএল ড্রাফটে তার নাম এলো সেটা তিনি নিজেই জানেন না।
.
গেইল জানিয়েছেন, এই বছর আর প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেট খেলা হবে না তার। বিশ্রাম নিতে চান তিনি। তাই বিপিএল তো দূরের কথা জাতীয় দলের হয়েও খেলছেন না গেইল।
.
এমন অবস্থায় বিপিএলের ড্রাফটে নিজের নাম পেয়ে অবাক হয়েছেন বলে জানালেন গেইল, “ওয়েস্ট ইন্ডিজ আমাকে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলতে বলেছে, কিন্তু আমি না করে দিয়েছি। নির্বাচকরা চাইছেন আমি যেন তরুণদের সাথে ভারত সিরিজে খেলি। কিন্তু এই বছরের বাকি অংশে আমি বিশ্রাম নিতে চাই।”
.
“আমি এই মৌসুমের বিগ ব্যাশেও খেলছি না। আমি জানি না এরপর কবে ক্রিকেট খেলব। বিপিএলের ড্রাফটে কিভাবে নাম এল, কীভাবে আমাকে একটা দল নিয়ে নিল- এসবের কিছুই আমার জানা নেই।”
.
গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে খেলেছিলেন গেইল। ব্যাটের ওপর হেলমেট রেখে বিদায়ের ইঙ্গিতও দিয়েছিলেন, তবে খোলাখুলি কিছু বলেননি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech