আন্দ্রে রাসেলকে দলে ভেড়াল রাজশাহী রয়্যালস

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

আন্দ্রে রাসেলকে দলে ভেড়াল রাজশাহী রয়্যালস

ক্রীড়া ডেস্ক : এবারের বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে বিধ্বংসী ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে।

এর আগে গত আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন রাসেল। ব্যাট হাতে ১৫৬.৫৪ স্ট্রাইক রেটে তিনি ২৯৯ রান করেছিলেন। আর উইকেট নিয়েছিলেন ১৪টি।

জানা গেছে, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে দুজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে। সেই নিয়ম অনুযায়ী প্রথমে পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শোয়েব মালিককে দলে ভেড়ায় রাজশাহী। একই নিয়মে এবার ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেলকে দলে ভেড়াল তারা।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের অফিসিয়াল ফেসবুকে আন্দ্রে রাসেলের একটি ছবি পোস্ট করে রাজশাহী রয়েলস। সেই পোস্টে তারা লিখে, ‘মামুর ব্যাটা রাসেল আইসা পড়তেছে আর কিছু লাগে?’

রাজশাহী রয়্যালস স্কোয়াড:
দেশি: লিটন দাস, আফিফ হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর।

বিদেশি: আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, হজরতউল্লাহ জাজাই, রবি বোপারা, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওয়াজ।

কোচ: ওয়াইজ শাহ
সহকারী কোচ: রাজিন সালেহ
বোলিং কোচ: চামিন্দা ভাস (সম্ভাব্য)

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর