ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
ক্রীড়া ডেস্ক: আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় আসছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
শুক্রবার (২৯ নভেম্বর) মুম্বাইয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলকে ঢাকায় আসার বিষয়ে বলিউডের এই দুই সুপারস্টার নিশ্চিত করেন।
এদিকে অরিজিৎ সিংহের সঙ্গে আলোচনা হলেও তার আসার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তবে ভারতীয় একজন গায়ক বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানিয়েছেন শেখ সোহেল। তিনি আরও জানান, দেশীয় শিল্পীদের মধ্যে থাকবেন মমতাজ ও জেমস।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসর বিশেষভাবে আয়োজিত হতে যাচ্ছে। বিশেষ এই আসরে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানটাও বেশ জাঁকজমকপূর্ণভাবেই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech