টেস্টের দ্বিতীয় দিনশেষে চাপে ইংল্যান্ড

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

টেস্টের দ্বিতীয় দিনশেষে চাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টের মতো এই ম্যাচেও ওয়াটলিং কৃতিত্বে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। এরপর শেষ বিকালে ইংল্যান্ডের দুই উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলে নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। এরপরে আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান ওয়াটলিং অভিষিক্ত ড্যারিল মিচেলের সঙ্গে গড়েন শতরানের জুটি। তাদের ব্যাটে নিউজিল্যান্ডের মোট সংগ্রহ ৩৭৫/১০। জবাবে ডম সিবলি ও জো ডেনলির উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৯/২। ৩৩৬ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

সেডন পার্কে টেস্টের দ্বিতীয় দিন (শনিবার) ১৭৩/৩ সংগ্রহ নিয়ে দিন শুরু করে কিউইরা। দুই অপরাজিত ব্যাটসম্যানকে সকালে ১৮ রানের ব্যবধানে হারায় স্বাগতিকরা।

আগের দিনের সঙ্গে ৪ রান যোগ করে ১০৫ রানে ফেরেন টম ল্যাথাম। আর হেনরি নিকোলস আউট হন ১৬ রানে। এরপরে ষষ্ঠ উইকেটে ওয়াটলিং মিচেলকে নিয়ে প্রতিরোধ গড়েন। তাদের ১২৪ রানের জুটি ভাঙ্গে ওয়াটলিংয়ের (৫৫) আউ্টে। অভিষিক্ত ড্যারিল মিচেল ফেরেন ৭৩ রান করে। শেষদিকে স্যান্টনার ২৩ ও সাউদির ১৮ রানে ৩৭৫-তে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস।৭৩ রনে ৪ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ক্রিস ওকসের শিকার ৩ উইকেট।

জবাবে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। আর দ্বিতীয় উইকেট খোয়ায় ২৪ রানে। সিবলি ও ডেনলি দুজনেই ফেরেন ৪ রান করে। দিনের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন ররি বার্নস (২৪*) ও জো রুট (৬*)। কিউইদের পক্ষে সাউদি ও হেনরি পান একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ১৭৩/৩) ১২৯.১ ওভারে ৩৭৫ (ল্যাথাম ১০৫, ওয়াটলিং ৫৫, মিচেল ৭৩; ব্রড ৪/৭৩, ওকস ৩/৮৩ কারেন ২/৬৩)
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮ ওভারে ৩৯/২ (বার্নস ২৪*; ১/২৪, হেনরি ১/১০)।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর