গোয়াইনঘাট সরকারি কলেজে নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

গোয়াইনঘাট সরকারি কলেজে নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজের উন্নয়ন বরাদ্দ প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়াইন ট্রেডার্স ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে। ৪ তলা বিশিষ্ট নবনির্মিত আইসিটি ভবনে রয়েছে একটি অত্যাধুনিক আইসিটি ল্যাব, শিক্ষক মিলনায়তন, প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য আলাদা ও ছাত্রীদের জন্য পৃথক বাথরুম, ভবনের চতুর্থ তলায় একটি সভা কক্ষ, একটি স্টোর রুমসহ শ্রেণী ৮ টি শ্রেণীকক্ষ রয়েছে। বুধবার সকাল ১১টায় গোয়াইনঘাট সরকারি কলেজের নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, সহসভাপতি মো. গোলাপ মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অনন্ত কুমার ভৌমিক, সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়াইন ট্রেডার্সের পরিচালক মোহাম্মদ নুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান, সদস্য লুৎফুল হক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর