ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
ক্রীড়া ডেস্ক:: খেলার দুনিয়ার সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে বলিউড জগতের। এ কথা কমবেশি সবারই জানা। পরিচয়, প্রেম, বিয়ে-দুই অঙ্গনের তারকাদের মধ্যে নিত্যনৈমিত্তিক ঘটনা। হালে নতুন ট্রেন্ড তৈরি হয়েছে।
কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। তাতে অভিনয় করে সুখ্যাতি অর্জন করছেন বলি তারকারা। লিজেন্ড বক্সার মেরি কমের বায়োপিক ‘মেরি কম’-এ দুর্দান্ত অভিনয়শৈলি প্রদর্শন করে কয়েকটি পুরস্কার বাগিয়ে নিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া।
ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন সুশান্ত সিং রাজপুত।
নতুন বছরে মুক্তি পেতে চলেছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেবের বায়োপিক ‘৮৩’। এতে অভিনয় করছেন হালের হার্টথ্রব রণবীর সিং।
এবার মেন ইন ব্লুদের সেরা কাপ্তান সৌরভ গাঙ্গুলীকে নিয়েও তৈরি হতে পারে সিনেমা। তো শেষ অবধি যদি তা আলোর মুখ দেখে তাহলে তাতে কে অভিনয় করবেন? দাদাই বা নিজের চরিত্রে কাকে দেখতে চান?
সবকিছুর উত্তর দিয়েছেন সৌরভ। সম্প্রতি এক টক শো’তে তিনি বলেন, আমার প্রিয় অভিনেতা হৃতিক রোশন। আমার কাছে সবচেয়ে প্রিয় সে। আমি চাই, আমার চরিত্রে অভিনয় করুক ও।
লম্বা বিরতির পর আবারো সিনে পর্দায় ফিরেছেন হৃতিক। এরই মধ্যে দুটি সিনেমা উপহার দিয়েছেন তিনি। বছরের শুরুতে মুক্তি পায় তার অভিনীত ‘সুপার ৩০’। সম্প্রতিক সময়ে শুভমুক্তি পেয়েছে ‘ওয়ার’।
দুটি ছবিতেই প্রশংসনীয় অভিনয় করেছেন হৃতিক। অবশ্য ‘সুপার ৩০’ খুব একটা বক্স অফিস মাতাতে পারেনি। তবে ‘ওয়ার’ কাঁপিয়েছে। এরপর তাকে প্রিয় ক্রিকেটার সৌরভের বায়োপিকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এমনটা হলে সেই ছবি ভারতীয় ইতিহাসে উদাহরণ সৃষ্টি করবে বলে ধারণা বোদ্ধা মহলের।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech