অসাধু ডাক্তারদের কারণেই ক্রিকেটারদের বয়স চুরি হচ্ছে

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

অসাধু ডাক্তারদের কারণেই ক্রিকেটারদের বয়স চুরি হচ্ছে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, অসাধু ডাক্তারদের কারণে পাকিস্তানের ক্রিকেটের সুনাম নষ্ট হচ্ছে।

এক টুইটবার্তায় পাকিস্তানের সাবেক এ তারকা ক্রিকেটার বলেছেন, পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ দলের, অনূর্ধ্ব-১৬ দলের ক্রিকেটাররা হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৩ দলের।

আর অনূর্ধ্ব-১৩ ক্রিকেটাররা ফিরে যাচ্ছে মায়ের কোলে। পিসিবির উচিত বয়সগুলো সংশোধন করা।

পাকিস্তান ক্রিকেটে বয়স নিয়ে প্রতিনিয়ত যেভাবে বিতর্ক হচ্ছে, তাতে রীতিমতো বিরক্ত রশিদ লতিফ। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) হাসির খোরাক না হওয়ার আবেদন করেছেন তিনি।

১৬ বছর বয়সী নাসিম শাহকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছে সম্প্রতি। কাগজে-কলমে যে বয়স, তা তার প্রকৃত বয়স নয় বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে তার অভিষেক হয়েছে। সেই সিরিজে দুটো টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। তিনি পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে নির্বাচিত হয়েছেন।

লতিফ টুইটারে পিসিবিকে এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন।

সূত্র: দ্য ডন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর