ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
ক্রীড়া ডেস্ক : আজ বুধবার থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
ইনজুরিতে থাকায় এ ম্যাচে খেলতে পারবেন না চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন ইমরুল কায়েস। অপরদিকে তরুণদের নিয়ে গড়া সিলেট থান্ডারের অধিনায়কত্ব করছেন মোসাদ্দেক হোসেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সম্ভাব্য সেরা একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকী, পিনাক ঘোষ, চাদউইক ওয়াল্টন, নুরুল হাসান সোহান(উইকেটকিপার), রায়ান বার্ল, নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, রায়াদ এমরিত, রুবেল হোসেন, নাসুম আহমেদ।
সিলেট থান্ডারের সম্ভাব্য সেরা একাদশ
জনসন চার্লস, রনি তালুকদার, মনির হোসেন খান, শেরফেইন রাদারফোর্ড, মোহাম্মদ মিঠুন(উইকেট কিপার), মোসাদ্দেক হোসেন সৈকত(অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, এবাদত হোসেন, রুবেল মিয়া, নাঈম হাসান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech