ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
ক্রীড়া ডেস্ক : জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে সবচেয়ে বেশি আয় করেছে। বি-গ্রুপে তারা ছয় ম্যাচের সবকটিতে ধারাবাহিক জয় লাভ করেছে। টিভিস্বত্ব থেকে বায়ার্নের আয় হয়েছে ৭০ মিলিয়ন পাউন্ড।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আয়ের দিক থেকে দ্বিতীয় পজিশনে রয়েছে বার্সেলোনা। তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে ৬৯ মিলিয়ন পাউন্ড। বায়ার্নের মতো তারাও গ্রুপপর্বে অপরাজিত।
ডি-গ্রুপে ১৬ পয়েন্ট পাওয়া জুভেন্টাস ৬৮ মিলিয়ন এবং ম্যানচেস্টার সিটি ৬৬ মিলিয়ন পাউন্ড আয় করেছে। সপ্তমস্থানে থাকা রিয়াল মাদ্রিদ পেয়েছে ৬৪ মিলিয়ন পাউন্ড। তাদের সমান অর্থ পেয়ে প্যারিস জায়ান্ট পিএসজি রয়েছে ষষ্ঠস্থানে। পঞ্চমস্থানে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে তাদের আয় ৬৫ মিলিয়ন পাউন্ড।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech