জোটের শরিকরা ৬৫-৭০ আসন পাবে: কাদের

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

জোটের শরিকরা ৬৫-৭০ আসন পাবে: কাদের

ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে ৬৫ থেকে ৭০টি আসন বণ্টন করার পরিকল্পনা আওয়ামী লীগের রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, তবে নির্বাচনী পরিস্থিতির ওপর সংখ্যা কম-বেশি হতে পারে।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির সংসদীয় বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সভায় নির্বাচনে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, দলের কাছে দেশি-বিদেশি ৫-৬টি রিপোর্ট আছে। এগুলো স্টাডি করা হচ্ছে, মনোনয়নে যেন জনমতের প্রতিফলন পড়ে।

তিনি বলেন, বোর্ডের সকল সদস্য এগুলো দেখছেন। এখনো আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু হয়নি।

ওবায়দুল কাদের বলেন, আজ ৩৯টি দলের একটি জোট এসেছে আওয়ামী লীগের সাথে মহাজোটে থাকতে, যার মধ্যে দুটি নিবন্ধিত দল আছে।

তিনি বলেন, যুক্তফ্রন্ট অবশ্যই জোটে থাকবে।

আওয়ামী লীগ এই নেতা বলেন, নির্বাচনী ইশতেহার শেষ পর্যায়ে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর