প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেনশাবির ৭ শিক্ষার্থী

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেনশাবির ৭ শিক্ষার্থী

শাবিপ্রতিনিধিঃঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। ২০১৮ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে অনুষদে শীর্ষস্থান অজর্নকারীরা এ স্বর্ণপদক পাচ্ছেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্ররয অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তথ্য নিশ্চিত করেন। গত ৬ জানুয়ারি পদকের জন্য মনোনীত শিক্ষার্থীদেও তালিকা ওয়েবসাইটে প্রকাশ কওে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পদকের জন্য মনোনীত শাবির ৭ শিক্ষার্থী হলেন- ফিজিক্যাল সায়েন্সঅনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের মোছা. ফারজানা আক্তার, এপ্লায়েডসায়েন্স অনুষদ থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিন আরা, লাইফ সায়েন্সেস অনুষদ থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের নাফিসা তাসনীম নূশা, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের ফাহিমাসুমাইয়া লষ্কর, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনবিভাগের নাবিলা আহমেদ, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মো. শামীম রেজা সাইমুন ও মেডিকেল সায়েন্সেস অনুষদ থেকে মেডিকেল সায়েন্স বিভাগের প্রমা দাশ তালুকদার বিন্তি।

সর্বশেষ ২৪ খবর