ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮
রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদ র্কতৃক মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ’১৮ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল এর সভাপতিত্বে এবং রাজনগর সরকারি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের শাহানারা রুবী ও রেজওয়ানুল হক পিপুলের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন ও বিশষে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শশাংক শেখর ঘোষ স্মৃতি সংসদের সম্পাদক সুভাষ চন্দ্র ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আছকির খান,রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অঃ শিক্ষক বিজয় কৃঞ্চ ধর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগটনিক সম্পাদক ফয়ছল আহমদ তায়েফ, প্রেসকাব সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ছালিক আহমদ ছিদ্দিকি মেধা ওসাংস্কৃতি বিকাশ পরিষদের সহ সভাপতি সুনাউর রহমান সুনা ও আমেরিকা প্রবাসী নুরে আলম জিকু প্রমুখ।
উল্লেখ্য, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এর আর্থিক সহযোগিতায় এবং শশাংক শেখর ঘোষ স্মৃতি সংসদ ও মোঃ মোস্তাক মিয়া ইউএসএ এর সৌজন্যে উপজেলার ১৮টি স্কুলের নবম ও দশম শ্রেণীর ১৮০ জন অংশগ্রহণকারীর মধ্যে থেকে মূল পর্বে ৬৮ জন মেধাবীকে মেধা সনদ ও পুরস্কার প্রদানসহ ২২ জন শীক্ষার্থীকে নগদ ৫০০ টাকা করে দেয়া হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech