সংবাদ প্রকাশে আব্দুল করিমের প্রতিবাদ

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

সংবাদ প্রকাশে আব্দুল করিমের প্রতিবাদ

গত ৬ অক্টোবর জাতীয় একটি অনলাইন পত্রিকায়“ সিলেটের বিভিন্ন সীমান্তে দিয়ে লাইনম্যান নামক চাদাঁবাজি, আসছে ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী” শিরোনামে নিউজ প্রকাশ হয়েছে। নিউজে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট এলাকার কিছু ব্যক্তির নাম উল্ল্যেখ করা হয়েছে, এবং ব্যক্তিদের নামের সাথে আব্দুল করিমকে জড়ানো হয়েছে।
আব্দুল করিমের স্বাক্ষরিত একটি লিপিতে তিনি বলেন, গত ৬ অক্টোবর জাতীয় একটি অনলাইন পত্রিকায়“ সিলেটের বিভিন্ন সীমান্তে দিয়ে লাইনম্যান নামক চাদাঁবাজি, আসছে ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী” নিউজটি আমার দৃষ্টিগোচর হয়েছে। নিউজে যা বলা হয়েছে আমি এধরনের কোন কর্মকান্ডের সাথে জড়িত নয়। আমি একজন ব্যবসায়ী বটে। এলাকার বিশেষ একটি চক্রকে খুশি করতে এবং তাদের পুরোচনায় কয়েক দিন দরে স্থানীয় অনেক অনলাইন পত্রিকায় আমাকে নিয়ে সংবাদ প্রচার হচ্ছে এমনকি আমাকে ভিবিন্ন সময় ফোনে হুমকি এবং চাঁদা দাবি করে আসছে, আমি কোন সারা না দেওয়ায় এই চক্রটি আমার বিরুদ্ধে নিউজ প্রচারে উঠে পরে লাগছে। আমি সামাজিক ভাবে এবং শারীরিক ও মানোসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়াও সিলেটের পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ও এমন কি জাতির বিবেক সাংবাদিকদেরকে জড়িয়েও নিউজ প্রচার হচ্ছে তা সত্য নয় আমি এর নিন্দা জানাই এবং প্রতিবাদ করছি। এ ধরনের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, উদ্দেশ্য মুলোক মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকল অনলাইন ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকের প্রতি আহবান জানাচ্ছি। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর