ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২
শ্রীমঙ্গল সংবাদদাতা
বাবা ও মার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন পোল্যান্ড প্রবাসী রাজু আহমেদ দোলন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় চলন্তিকা খেলার মাঠে হেলিপ্যাডে তারা অবতরণ করেন। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে আবারও হেলিকপ্টারে উড়াল দেন নিজ বাড়ির দিকে।
রাজু আহমদ দোলন শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও রুবিনা বেগম দম্পতির বড় ছেলে। কনে একই এলাকা মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা মরহুম নুরুল ইসলাম ও মরহুমা রাহেলা ইসলামের কনিষ্ট কন্যা ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাসুদা বেগমের ছোট বোন মোছা. আছমা আক্তার ইতি।
এদিকে হেলিকপ্টারের উঠানামা দেখতে স্থানীয় জনগণের ব্যাপক ভিড় ছিল। বরযাত্রী ও আত্মীয় স্বজনের চেয়ে হেলিকপ্টার দেখা উৎসুক মানুষ ছিল বেশি।
জানা গেছে, আজু আহমদ দোলন কয়েক বছর আগে লেখাপড়ার উদ্দেশ্যে আমেরিকা পাড়ি দেন। সেখানে ব্যবসার ওপর ডিপ্লোমা করে পোলান্ডে যান তিনি। পোলান্ডে গিয়ে প্রথমে একটি রেষ্টুরেন্ট খুলে ব্যবসা শুরু করেন। তরুণ এই ব্যবসায়ী সফল ব্যবসার মাধ্যমে এখন পোল্যান্ডে চারটি রেষ্টুরেন্টের মালিক। শুক্রবার তিনি বাবা ও মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার যোগে কনে আনতে যান শ্রীমঙ্গলের রাধানগর এলাকার পাঁচ তারকা হোটেল গ্রান্ড সুলতান টি রিসোর্টে।
বিয়ের অনুষ্ঠানে সাবেক চীফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় শতাধিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech