সিলেট-১ আসন : বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পালের মতবিনিময়

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

সিলেট-১ আসন : বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পালের মতবিনিময়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বিভিন্ন এলাকার মানুষের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন।

রোববার দিনব্যাপী নগরের উপশহর, চালিবন্দর, কাষ্টঘরে কুশল বিনিময় ও বিকেল ৫টায় খাদিম চা বাগানে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের খাদিম বাগানের সাধারন সম্পাদক রতœা বৈষন্ব, আমেনা বেগম, সজল বসাক, সেজুতি বসাক, ছাত্রফ্রন্ট নেতা সন্জয় শর্মা, সন্জিত শর্মা প্রমুখ।

মতবিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, দীর্ঘ সময় ধরে জোট-মহাজোটের পালা বদলে সাধারণ মানুষের ভ্যাগের কোন পরিবর্তন হয়নি। তাই সময় এসেছে শ্রমিক ও সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করার।

তিনি আর বলেন, মানুষ বেঁচে থাকার সকল অধিকার থেকে বঞ্চিত, তাই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে আগামী নির্বাচনে মই মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর