ডাক্তার হতে চায় মাহমুদ হাসান আলেক

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

ডাক্তার হতে চায় মাহমুদ হাসান আলেক

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ
সিলেটের এমসি কলেজ থেকে ২০২২ সনের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ লাভ করেছে মাহমুদ হাসান আলেক। সে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদার মহল গ্রামের বাসিন্দা, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও গৃহিনী রোহেনা বেগমের একমাত্র পুত্র এবং বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়ার ভাতিজা। ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী মাহমুদ হাসান আলেক সকলের দোয়া প্রার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সে ২০১৪ সালে বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ ৫ লাভ করে।
২০১৭ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ এবং একই বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসিতে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলো।

সর্বশেষ ২৪ খবর