ঢাকা ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪
হারুন রশিদ,ওসমানীনগর সংবাদ দাতা::
সিলেটের ওসমানীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মোনায়েম মিয়া।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি নতুন কর্মস্থল ওসমানীনগর থানায় যোগাদান করেছেন।
এর পুর্বে ওসি মোনায়েম মিয়া পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন পিবি আইতে কর্মরত ছিলেন।
মোঃ মোনায়েম মিয়া তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ২০০৫ সালে পুলিশ উপ-পরিদর্শক পদে পুলিশ বাহীনিতে যোগদান করেন।পুলিশ বাহিনীতে থাকা অবস্থায় দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেন।
এক প্রতিক্রিয়ায় যোগদানকৃত ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম বলেন মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি।
ওসমানীনগর থানার মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে। এছাড়াও সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন। প্রবাসী অধ্যুষিত ওসমানীনগরের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমি সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। সকল শ্রেণী পেশার মানুষের আইনী সেবা নিশ্চিত করতে
আমি সার্বক্ষনিক কাজ করবো। দ্বায়িত্ব পালন কালে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech