ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
আব্দুল আলীম ইমতিয়াজ:
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মোঃ ফরিদ মিয়া ও এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন ছাতক থানার লক্ষীবাউর গ্রামের মোঃ সুজন মিয়া (৪০)।
আজ সোমবার (২১ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন নৈনগাঁও গ্রামের নয়াবাজার রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির কাছ থেকে ২ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech