ঢাকা ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার মান উন্নীত করণের লক্ষ্যে এই প্রথম বারের মতো অভিভাক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজ কনফারেন্স হলে বিপুল সংখ্যক অভিভাবকদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন জামিল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দেবর্ষী দাস পার্লি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক বায়েজীদ হোসেন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের বায়োলজি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক দেবর্ষী দাস পার্লি বলেন, ‘আমি ক্লাসে ১২০ জনের অধিক শিক্ষার্থীকে হোম ওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু মাত্র ১০ থেকে ১২ জন সেটি করতে পেরেছে। কিন্তু বাকি শিক্ষার্থীরা করেনি। তখন আমি কারণ জানতে চাইলে ছেলে শিক্ষার্থীরা উত্তর দিয়েছিল, অনেক রাত পর্যন্ত তারা বাজারে বা বাইরে ঘোরাঘুরিতে ছিল। বাসায় দেরিতে ফিরেছিল। মেয়েরা উত্তর দিয়েছিল তারা অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখায় ব্যস্ত ছিল, তাই হোমওয়ার্ক করেনি। আমি তাদের এই উত্তর শুনে হতভম্ব হয়ে যাই। আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও রাত ১০ টা পর্যন্ত টিভি দেখা বন্ধ করে দিবেন। আমার মা আমার জন্য টিভি দেখা বন্ধ করে দিয়েছিলেন বিদায় আজ আমি কলেজের প্রভাষক হতে পেরেছি।
অর্থনীতি বিভাগের প্রভাষক স্বপন আহমেদ বলেন, আমি এ কলেজের ছাত্র ছিলাম, আজ এই কলেজের প্রভাষক হয়ে এসেছি। আমরা চেষ্টা করছি কলেজের শিক্ষার মান উন্নয়ন করার জন্য,শিক্ষার মান উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন জামিল তার বক্তব্যে বলেন, আমি জকিগঞ্জ সরকারি কলেজে দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছি শিক্ষার মান উন্নয়নের জন্য। এই কলেজে ছাত্রদের ক্লাসে উপস্থিতি হতাশাজনক। এখান থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি, অভিভাবক সমাবেশ তারই একটা অংশ। আপনারা আপনাদের ছেলে-মেয়েদের প্রতি যত্নবান হবেন, তারা নিয়মিত কলেজে আসছে কি না খোঁজখবর নিবেন। বাড়িতে পড়ার টেবিলে বাসায় জন্য চাপ প্রয়োগ করবেন, প্রতিদিন কমপক্ষে চার ঘন্টা করে পড়তে বাধ্য করবেন। আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও এই দায়িত্বটুকু আদায় করবেন এটাই আমার অনুরোধ।
অর্থনীতি বিভাগের প্রভাষক স্বপন আহমদ পরিচালনায়, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা পেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদুজ্জামানে শাহেদ,অবিভাবক তামান্না চৌধুরী মুন্নী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মস্তুু মিয়া, নজরুল ইসলাম নজউ,মুসা আহমদ ইয়াহিয়া, শোয়াইবুর রহমান, সাবলু আহমদ, নুরুজ্জামান, সাইফুল ইসলাম, আলা উদ্দিন, সুমন আহমদ, সুসান্ত বাবু,সাহানা জান্নাত নিলা,আফিয়া বেগম,রিপা জাহান প্রিয়া,রিমা বেগম প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech