ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় মুহতি মিয়া নামে একজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর গ্রামের কাজল মিয়া ও মহিবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মুহিত মিয়া, আলমগীর মিয়া, জসিম মিয়া, ফারুক মিয়া, সিফাই মিয়া ও করম মিয়াসহ অন্তত ১২ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মো. কবির হোসেন বলেন, সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech