ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেবল মানব সেবার উদ্দেশ্য নিয়েই সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। আমরা কেবল টাকা রুজির জন্য এই হাসপাতাল গড়ে তুলিনি। রোগীদের সেবার জন্য ভাল ডাক্তার এবং শিক্ষার মান টিক রাখার জন্য মেডিকেল কলেজের শুরু থেকেই আমরা ভাল শিক্ষক নিয়োগ দিয়েছি। আমরা আশা রাখি সিলেটের নারী শিক্ষার প্রসারে এই মেডিকেল কলেজ অগ্রনী ভূমিকা পালন করবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারিদের সাথে মতবিনিময়কালে এই কথাগুলো বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. ওয়েস আহমেদ চৌধুরী, হাসাপাতালের পরিচালক ডা. ব্রিগেডিয়ার জেনারেল(অব.) জি এম মনিরুল ইসলাম।
বক্তব্য রাখেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খাঁন, অধ্যাপক ডা. রুবিনা সুলতানা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech