ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকারকে কেড়ে নেয়া হয়েছিল। ফলে মানুষ নিজে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার জন্য প্রতিক্ষায় রয়েছে। দেশবাসী নিজেদের ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়, জনগণ দৃঢ়ভাবে বিশ্বাষ করে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠানকে মুল লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। তাই অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা আবশ্যক।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, তাই সবসময় জনগণের পাশে রয়েছে। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোন প্রয়োজনে সবসময় মানুষের পাশে থাকেন। আমাদেরকে সার্বক্ষণিক মানুষের পাশে থাকার জন্য নির্দেশনা দেন। তাই সবসময়ের মতো এবারের এই শীত মৌসুমেও বিএনপি জনগণের পাশে রয়েছে। অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সদলবলে ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছে। ফ্যাসিবাদের দোসরদের জনগণ দেশে পুনর্বাসনের সুযোগ দিবে না।
মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর ও উপজেলা বিএনপি নেতা আব্দুল মজিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, সুহেল ইবনে রাজাসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech