ঢাকা ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
ছাতক প্রতিনিধি
শনিবার (১ ফ্রেব্রুয়ারি) সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের উদ্যোগে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ছাতক ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে পুরাতন কাষ্টম, হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড, কলেজ মোড়সহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মোঃ শাহ আলম, ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকবর আলী, পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা কাজী সৈয়দ মনসুর আহমদ, সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আগামী ১ তারিখের কর্মী সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech