ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিল্প ও শিক্ষার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ফেব্রুয়ারি) উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ঘরে ঘরে ও এলাকায় এলাকায় বিভিন্ন আদলে মন্দির প্রতিষ্ঠিত করে সকল শিক্ষার্থীরা মা সরস্বতী দেবীর পূজা উদযাপন করছেন। সকাল থেকেই ভক্তগণ উপবাস থেকে মায়ের শ্রী চরণ কমলে পুষ্পার্ঘ নিবেদন করবেন বিধায় অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে মায়ের ভক্তরা ডালা সাজিয়ে পুষ্প ও নৈবেদ্যাদি নিয়ে হাজির হয়েছেন মায়ের মন্দিরে। সাথে নিয়ে এসেছেন বই-পুস্তক দোয়াত কলম, পুরাণে বর্ণিত আছে যে- এই দিনে মায়ের উদ্দেশ্য তানার শ্রীচরণের পঠিত পুস্তক নিবেদনের মধ্য দিয়ে মহাদেবী সরস্বতীর নিকট বিদ্যা জ্ঞানের আলোয় আলোকিত করুন, মা এই সংকল্প নিয়েই মায়ের শ্রীচরণে এসকল উপকরণ সাথে মায়ের প্রিয় ফুল পলাশ ও অন্যান্য নৈবেদ্যাদী পুরোহিত গনের মাধ্যমে মনস্কামনা পূর্ণ প্রার্থনা কল্পে প্রার্থনা করলে মা বিদ্যাদেবী তাতে সাড়া দেন। এই বিশ্বাসে সকল ভক্ত এবং ছাত্র-ছাত্রীরা মায়ের শ্রী চরণে নিজেকে আত্মসমর্পণের লক্ষ্যে এসে হাজির হয়েছেন।
সনাতনী শিক্ষার্থী জানান, মা সরস্বতী হচ্ছেন শিক্ষা জ্ঞান সমৃদ্ধি ও সুশিক্ষা প্রতিষ্ঠা ধাত্রী দেবী। তাই মায়ের কাছে আজ সকল শিক্ষার্থী তথা অজ্ঞান অন্ধকারে থাকা মানুষগণ প্রার্থনা করছেন তানারা যেন জ্ঞানে ভূষিত হয়ে আলোকিত করতে পারে নিজেদের তথা সমাজকে।
পাশাপাশি উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক মন্দিরে প্রাঙ্গনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোকসজ্জা করেছে, মন্দির সাজিয়েছে।
এদিকে বালাগঞ্জ সদর ইউনিয়নের কালিগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ে পূজা মন্ডপে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষকা অনিমা বিশ্বাস, শিল্পী রানী দেবী নাথ, সহকারী শিক্ষক সুরঞ্জিত সূএধর, শিক্ষক সুব্রত দেব নাথ (সুবল), শিপন দেব নাথ, কালিগঞ্জ বাজার ব্যসায়ী আকাশ সূএধর, নিমল দাস-সহ অনেকেই।
অপরদিকে সকালে সরস্বতী পূজা উপলক্ষে রাজনগরেরর জাহিদপুর উত্তর পাড়ায় ছোট রাখাল সংঘ সম্প্রাদায় এর উদ্যোগে সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা উমেশ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার নকুল বিশ্বাস নিলয় এর বাণী অর্চনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech