টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের সভা

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের সভা

টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার রাত্রে দূর্গাবাড়ি পয়েন্টে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য ড. এ. কে. আব্দুল মোমেন টুলটিকর ইউনিয়নে নৌকা প্রতীকে বিপুল ভোট নির্বাচিত হওয়ায় এবং নির্বাচন সফল হওয়াতে এ সভার আয়োজন করা হয়।

টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরেশ দাশের পরিচালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কমর উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের অন্যতম সহসভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।

এতে সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, রাজা মেম্বার, শেখ আলম, সাবেক মেম্বার বাবুল মিয়া, মহিলা মেম্বার শিরিন আক্তার, সমছু মিয়া, শাহ আলম সুরুক, খাইরুল ইসলাম রিপন, আজাদ মিয়া, শাহিন আহমদ প্রমুখ। সভা শেষে বিজয়ের মিষ্টি বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর