ছাত্রদল নেতা সুহেলের জানাযায় মানুষের ঢল

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

ছাত্রদল নেতা সুহেলের জানাযায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদন
সিলেটের বালাগঞ্জ উপজেলার আজিজপুর স্কুল ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলকে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সুহেলের নিজ গ্রাম উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুরে জানাযা অনুষ্ঠিত হয়। এতে আশাপাশের এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ ঘিরে যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ে করা হয়।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, ব্যারিস্টার আব্দুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াছ আলীর ভাই আসকির আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জামায়াত নেতা হাফিজ আব্দুল হাই হারুন, কেন্দ্রিয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নিবৃাচন চলাকালে বালাগঞ্জ উপজেলার আজিজপুর স্কুল ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা সুহেল। সোমবার ময়নাতদন্ত শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে তার লাশ বুঝে নেন স্বজনরা।

সর্বশেষ ২৪ খবর