আমার নাম ভাঙিয়ে কেউ কিছু করতে পারবে না : এমপি নেছার

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

আমার নাম ভাঙিয়ে কেউ কিছু করতে পারবে না : এমপি নেছার

নিজস্ব প্রতিবেদন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার সমন্বয় সভায় ও আইনশৃঙ্খলা কমিটি যোগ দিলেন নব নির্বাচিত এমপি নেছার আহমদ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে এমপি নেছার আহমদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার।

উপজেলা সন্বয় সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান আছকির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমন্বয় সভার উপদেষ্টা মৌলভীবাজার-৩ আসনের নব নির্বাচিত এমপি নেছার আহমদ।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা, মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, টেংরা ইউনিয়নের ছেয়ারম্যান টিপু খান, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুন নূর আজাদ, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শহিদুজ্জামান ছালিক, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়া, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস প্রমুখ।

সভায় নব নির্বাচিত এমপি নেছার আহমদ সুষ্টু-সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারী যে অনুদান আসবে তার সমবণ্টন ও যথাযথ ব্যক্তিকে পৌছে দেয়া হবে। এতে কোন ধরনের দূর্ণিতির আশ্রয় নেয়া হবে না।

তিনি বলেন, আমার নাম ভাঙিয়ে কেউ কোন কিছু করতে পারবে না। আমার নাম ভাঙিয়ে কেউ কিছু বললে আপনারা সরাসরি আমাকে ফোন করবেন। আমি অন্যায়কে প্রশ্রয় দিব না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর