ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজার সরকার বাজার সাধুহাটী গ্রামে ফজলুল হাসান ফাউন্ডেশন ইউএসএ এর সার্বিক তত্ত্বাবধানে ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার সহযোগিতায় গরীব শিশুদের ফ্রি খৎনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাধুহাটী ফজলুল হাসান ক্যাডেট মাদরাসার হলে এ ফ্রি খৎনা ক্যাম্পিং ১ম পর্ব অনুষ্ঠিত হয়।
সাধুহাটী ফজলুল হাসান ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আজাদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ফতেহপুর বাবুল উলুম দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মুহিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক সেফুল, দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা, সাধুহাটী ফজলুল হাসান ক্যাডেট মাদরাসার ডিজি ফরিদ আহমদ, এফডি সৈয়দ মোশাহিদ আলী, মঈন পুর মাদরাসা সুপার মাওলানা ইকবাল হোসেন, দুর্নীতি মুক্তকরণ ফোরাম মৌলভী বাজার শাখার সাধারণ সম্পাদক এস এ সামাদ, সাধুহাটী মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম, আরশ মিয়া, কবির মিয়া, এখলাছুর রহমা, আব্দুল গফফার, আব্দুর রউফ, আনর মিয়া, চিকন মিয়া, জয়নাল আবেদী, জুয়েল আহমদ, মাওলানা হারুনুর রশীদ প্রমুখ। ক্যাম্পিং ১ম পর্বের ৪০ জন গরিব শিশুদের ফ্রি খৎনা প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech