দশ বছরে সদরকে মডেল উপজেলায় পরিণত করেছি : আশফাক

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

দশ বছরে সদরকে মডেল উপজেলায় পরিণত করেছি : আশফাক

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, দশ বছরে সদর উপজেলাকে উন্নয়নের মডেল বানিয়েছি। আর সেটা সম্ভব হয়েছে সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির সু-দৃষ্টির কারণে। তার ঋণ কোন দিন শোধ করা সম্ভব নয়। বিগত দশ বছর আগের সদর আর এখনকার সদর রাতদিন তফাৎ। তিনি আরো বলেন, রাস্তা ঘাট, টি ব্রীজ- কালভার্ট, শিক্ষা-স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষিসহ সকল বিষয়েই অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আমার জীবনে মানুষের সাথে কখন খারাপ আচরণ করিনি। উপজেলাবাসীর দাবী পুরনেই সবসময় কাজ করেছি। সরকারি যত বরাদ্ধ পেয়েছি সকল বরাদ্ধ সঠিকভাবে কাজে লাগিয়েছি। এ জন্যে আমার উপজেলা প্রকৃত অর্থেই মডেল উপজেলায় পরিণত হয়েছে।

গত ২৬ জানুয়ারি রাতে সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ও ওয়ার্ডের আওয়ামী বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা ও জাতীয় সংসদ নির্বাচনোত্তর শোকরানা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আল আমিন, ফারুক আহমদ ও লোকমান মিয়ার যৌথ পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাবেক সভাপতি সাহাব উদ্দিন লাল, ১নং ওয়ার্ড এর মেম্বার গিয়াস উদ্দিন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- প্রবীন আওয়ামী লীগ নেতা ফকির আমিন উদ্দিন, কয়সর আহমদ, আফসা মিয়া, ইঞ্জিনিয়ার জমসিদ, সিরাজুল হক, যুবলীগ নেতা নাজির আহমদ, জুবের আহমদ, ফরিদ উদ্দিন, মোঃ মুসা, রিয়াজ আহমদ, হাজী রুভেল, সুনাম উদ্দিন প্রমূখ।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ব্যবসায়ী আকমল হোসেনের নেতৃত্বে বিএনপি থেকে বেশ কিছু নেতাকর্মী উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর