নগরের আখালিয়ায় গ্যাসলাইনে আগুন

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

নগরের আখালিয়ায় গ্যাসলাইনে আগুন

নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের আখালিয়া বিজিবি স্কুলের সামনে নয়াবাজার রোডে নোয়াপাড়া এলাকার মেইন রাস্তায় গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করে ওই গ্যাস লাইনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপরে গাফলতিকে দায়ী করেছেন।

স্থানীয় বাসিন্দা সবুজ আহমদ গ্যাস লাইনে আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকর্মীদের অবগত করে বলেন, হঠাৎ করে ওই গ্যাস লাইনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তিনি সিলেট গ্যাস অফিসে গাফলতির অভিযোগ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর