ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
আগামী ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা নির্বাচন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা দুটিতে সরকারদল আওয়ামী লীগ দলীয় প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত করেছে। তবে বিভাগের সিলেট ও মৌলভীবাজার এ দু’জেলায় মনোনয়ন চুড়ান্ত হওয়ার তথ্য এখনো পাওয়া যায়নি। অচিরেই এ দু’জেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সুনামগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলায় মো. খায়রুল হুদা চপল, জামালগঞ্জ উপজেলায় মো. ইউসুফ আল আজাদ, শাল্লা উপজেলায় চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশ্বম্ভরপুর উপজেলায় রফিকুল ইসলাম তালুকদার, ধর্মপাশা উপজেলায় শামীম আহমদ মুরাদ, ছাতক উপজেলায় মো. ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলায় আব্দুর রহিম, দিরাই উপজেলায় প্রদীপ রায়, তাহিরপুর উপজেলায় করুণাসিন্ধু বাবলু, দণি সুনামগঞ্জ উপজেলায় মো. আবুল কালাম।
শুক্রবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাদের প্রার্থীতা চুড়ান্ত করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে মেয়াদ পূর্ণ না হওয়ায় প্রথম ধাপে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে না।
এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৮ উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নামের এ তালিকা চূড়ান্ত করা হয়।
হবিগঞ্জ সদর উপজেলায় মো. মশিউর রহমান শামীম, নবীগঞ্জ উপজেলায় আলমগীর চৌধুরী, লাখাই উপজেলায় মো. মুশফিকুল আলম আজাদ, বাহুবল উপজেলায় মো. আব্দুল হাই, মাধবপুর উপজেলায় আলহাজ্ব আতিকুর রহমান, চুনারুঘাট উপজেলায় আব্দুল কাদির লস্কর, আজমিরীগঞ্জ উপজেলায় মো. মর্তুজা হাসান এবং বানিয়াচং উপজেলায় মো. আবুল কাশেম চৌধুরীকে দলীয় প্রার্থী চূড়ান্দ করা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech