নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে : আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসি

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে : আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসি

ডেস্ক প্রতিবেদন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, দুই সিটির উপ-নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (১৮ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কয়েকটিতে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। বৈঠকে সেনাবাহিনীর পিএসও, পুলিশের আইজি, র্যা ব মহাপরিচালক, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে সিইসি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু করতে হবে। নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সজাগ থাকতে হবে।

জাতীয় নির্বাচন ছিলো রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও নিরপেক্ষ। উপজেলা ও সিটি নির্বাচনেও একই পরিবেশ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিইসির। সকল ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে বিষয়ে ভূমিকা রাখাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, উপজেলা ও সিটি নির্বাচনে সব দলের অংশগ্রহণ না করলে ইসির কিছু করার নাই তবে প্রতিযোগিতামূলক ভোট চায় কমিশন। পোলিং এজেন্টদের নিরাপত্তা দিতে পুলিশকে ভুমিকা রাখার কথা জানান তিনি।

জাতীয় নির্বাচনে সহিংসতামুক্ত ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় আইন শৃখলাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর