ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
সিলেট সদর উপজেলার আখালিয়া (শাবিপ্রবি সংলগ্ন) মাহমুদাবাদ আ/এ জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিলটি সোমবার শাহ মাহমুদ আলী চিশতী রহ. দরগা শরীফের পশ্চিমের মাঠে সকাল ১০টায় শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়।
প্রথম অধিবেশনে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মাদরাসার ইউনিফর্ম ফ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, সালিশী ব্যক্তিত্ব, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, আলহাজ¦ শেখ মোঃ মকন মিয়া চেয়ারম্যান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার মজলিশে শূরার সভাপতি আলহাজ¦ আ.ন.ম ওহিদ কনা মিয়া, জালালাবাদ থানার ওসি হারুন-অর-রশিদ, আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইকরার সিলেট বিভাগীয় দায়িত্বশীল কারী মাওলানা ইসহাক।
দ্বিতীয় অধিবেশনে মাদরাসার মজলিশে শূরা সদস্য শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতীন ধনপুরী জামেয়ার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মামুন কিবরিয়া সুমন এর পৃথক পৃথক সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আল্লামা বর্ণভী রহ. এর সুযোগ্য সন্তান পীরে কমিল আল্লামা শায়েখ সাঈদুর রহমান পীরসাহেব বরুণা। প্রধান বক্তার বক্তব্য রাখবেন আল্লামা শায়েখ আতিকুর রাজা চৌধুরী মক্কা, শায়খুল হাদীস আল্লামা হাফিজ হারুনুর রশীদ কানাইঘাটী।
মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ জহুরুল হক এর পরিচালনায় অন্যান্যের মধ্যে ওয়াজ ও নছিহত পেশ করেন শায়খুল হাদীস এহতেশামুল হক কাসেমী, মাওলানা আব্দুস সোবহান বিশ^নাথী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলান আছলাম রহমানী, হাফিজ আব্দুল মালিক, কারী মাওলানা জুবায়ের আহমদ দুলাল প্রমুখ।
বক্তাগণ বলেন, যার অন্তরে ঈমান বিদ্যমান থাকবে, সে মুক্তি লাভ করবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে সকলকে হিসাব দিতে হবে। যারা আমলনামা ডান হাতে পাবে তারা সফল কাম হবেন। আর যারা আমলনা বাম হাতে পাবে তারা জাহান্নামী হবে। বিশে^র মুসলমানরা আজ পবিত্র কুরআনের অনুশাসন থেকে দূরে থাকার কারণেই নির্যাতিত হচ্ছে। বক্তাগণ পবিত্র কুরআনের সুমহান আদর্শ জাতির সামনে হেকমতের সহিত উপস্থাপনের আহবান জানান।
মাহফিলে দেশ জাতি, মুসলিম উম্মাহ এবং স্থানীয়, দেশি-বিদেশী জিন্দা-মুর্দা এবং প্রবাসী ভাইদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতীন ধনপুরী। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech