দেশে ২৬৫৪টি পত্রিকা প্রকাশ হচ্ছে : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

দেশে ২৬৫৪টি পত্রিকা প্রকাশ হচ্ছে : তথ্যমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চলতি অর্থবছরের বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ হতে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার সংখ্যা দুই হাজার ৬৫৪টি। এর মধ্যে দৈনিক এক হাজার ২৪৮টি, সাপ্তাহিক ১১৯২টি ও পাক্ষিক ২১৪টি পত্রিকা প্রকাশিত হয়।

মঙ্গলবার জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের এমপি মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী সব পত্রিকার নামের তালিকা ও সম্পাদকদের নাম ও টেলিফোন নম্বরও উল্লেখ করেন।

সরকারি ব্যবস্থাপনায় কমিউনিটি রেডিও চালুর পরিকল্পনা রয়েছে বিরোধী দলের সদস্য মসিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় দেশে কমিউনিটি রেডিও চালু করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা প্রণয়ন করা হয়। পরবর্তীতে নীতিমালাটি সংশোধন করে কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০১৭ প্রণয়ন করা হয়। কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনার জন্য প্রথম পর্যায়ে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত একটি সরকারিসহ মোট ১৪টি এবং ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৮টিসহ সর্বমোট ৩২টি কমিউিনিটি রেডিওকে পরীক্ষামূলক সম্প্রচারের জন্য লাইসেন্স প্রদান করা হয়। এরমধ্যে ৩১টি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান এবং একটি সরকারি (কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি তথ্য সার্ভিস পরিচালিত বরগুনার আমতলীতে অবস্থিত ‘কৃষি রেডিও’)।

তথ্যমন্ত্রী জানান, কমিউনিটি রেডিও’র মধ্যে ১৭টি কমিউনিটি রেডিও’র সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে এবং ১৫টি কমিউিনিটি রেডিও সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, অপেক্ষমান কমিউনিটি রেডিওগুলো সম্প্রচারে এলে নতুন করে কমিউনিটি রেডিও চালু করার প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এর আগে বিকেল পৌনে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর