ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
কোকাকোলার বোতলে বিতর্কিত বাংলা শব্দের ব্যবহার বন্ধ ও এ সংক্রান্ত বিজ্ঞাপনটি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার আইনজীবী মনিরুজ্জামান রানা হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে আইন মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও বাংলা একাডেমিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ‘সম্প্রতি কোকোকোলা তাদের বোতলে বাংলা শব্দ বিকৃত করে বাজারে পণ্য বিক্রি করছে। পাশাপাশি ভাষা বিকৃতি করে বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে।
তিনি বলেন, তাই ভাষা বিকৃতি বন্ধ করে কোকোকোলার ওইসব বোতল বাজার থেকে সরিয়ে নিতে, কোকোকোলার বোতল বিকৃত বাংলা ভাষার ব্যবহার বন্ধ এবং তাদের প্রচারিত বিজ্ঞাপনটি বন্ধ করার নির্দেশনা চেয়ে সুপ্রিমকোর্টের একজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেছেন।’
রিটটির ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলেও জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech